আমিনুল ইসলাম
সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিথিলা আক্তার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা সাব্বির রহমানের স্ত্রী।
মৃতের স্বামী সাব্বির রহমান জানান, রাতে রিকশায় করে তারা দুজন সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকা দিয়ে বাসার পথে ফিরছিলেন।
এ সময় অসাবধানতাবশত মিথিলার পরনের ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়।
এতে গলায় ফাঁস লেগে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসকের বরাতেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।